ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
বাগেরহাটে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

 

 

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় আহতাবস্থায় একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর তাফালবাড়ী এলাকা থেকে পেঁচাটি উদ্ধার করেন বাগেরহাটের কয়েকজন সংবাদকর্মী।

পরবর্তীকালে দুপুরে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, কিছু ব্যক্তি আহত পেঁচাটিকে পানির মধ্য থেকে ধরে রাস্তার ওপর রেখে দিয়েছিলেন। পরে পেঁচাটিকে উদ্ধার শরণখোলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে দেওয়া হয়। পেঁচাটির পায়ে আঘাত লেগেছে।  

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম  বাংলানিউজকে বলেন, এটি একটি বিরল প্রজাতির পেঁচা। সচারাচর এটা দেখা যায় না। উদ্ধার করা পেঁচাটি বেশ আহত এবং তার শরীর দুর্বল। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। পেঁচাটি সুস্থ হলে আমরা তাকে বনে অবমুক্ত করবো।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।