ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পোল্ট্রি ফার্মে মেছো বাঘ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
পোল্ট্রি ফার্মে মেছো বাঘ!

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় পোল্ট্রি ফার্মে পেতে রাখা ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) দিনগত রাতে কালুখালী উপজেলার মাজবারি ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের মো. সোহাগের পোল্ট্রি ফার্মে মেছো বাঘটি ধরা পড়েছে।

সোহাগ পোল্টি ফার্মের মালিক মো. সোহাগ জানান, ফার্মে ইদানিং বনবিড়ালের উৎপাত বেড়েছে। এজন্য রাতে বনবিড়াল ধরতে লোহার তৈরি ফাঁদ পেতে রাখা হয়েছিল। আর তাতেই এ মেছো বাঘ ধরা পড়েছে। পরে কালুখালী থানায় খবর দিলে পুলিশ এসে প্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেছো বাঘটি দেখার জন্য থানায় শত শত মানুষ ভিড় করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।