ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

‘বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু আন্তদেশীয় করিডোর নির্মিত হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
‘বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু আন্তদেশীয় করিডোর নির্মিত হবে’

রাঙামাটি: বাংলাদেশ ফরেস্ট বিভাগের ডেপুটি চিফ বন সংরক্ষক ড. জগলুল হোসাইন বলেছেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের সঙ্গে মিয়ানমার এবং ভারত সীমান্ত এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণে ‘বঙ্গবন্ধু আন্তঃদেশীয় করিডোর নির্মিত হবে’।

বুধবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ফরেস্ট ডির্পার্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর যৌথ আয়োজনে রাঙামাটি পর্যটন মোটেল কমপ্লেক্সের অডিটরিয়ামে অনুষ্ঠিত বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি চিফ বন সংরক্ষক বলেন, আজকের এ কর্মশালার মূল উদ্দেশ্যে হলো খন্ডিত বনগুলোকে সংযুক্ত করা। এজন্য আমরা এমন একটি সফটওয়্যার ব্যবহার করেছি, যে সফটওয়্যার দিয়ে বন্য প্রাণীর জন্য করিডোর এলাকা শনাক্ত করা যায়। কিন্তু মানুষ বন্যপ্রাণী চলাচলের পথ দখল করে বসতি নির্মাণ করেছে। যে কারণে বন্যপ্রাণী বিশেষ করে হাতি-মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। কারণ পশুরা তাদের গতিপথে বাধা পেলে হিংস্র আচরণ করে।

ড. জগলুল হোসাইন বলেন আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ তথা এ ভূখণ্ডের অস্তিত্ব রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ণ করেন। কারণ পৃথিবীতে মানুষ-প্রাণীর মধ্যে ইকোব্যালেন্স না থাকলে প্রকৃতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ফরেস্ট ডিপার্টমেন্টের এ ডেপুটি কর্মকর্তা বলেন, চট্টগ্রাম বন্দন থেকে ঠেগামুখ স্থল বন্দরে যাওয়ার জন্য সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। কিন্তু সড়কগুলোতে বন্যপ্রাণীর করিডোর রয়েছে। সড়কগুলো নির্মাণ করার আগে বন বিভাগের সঙ্গে পরামর্শ করার দরকার ছিল।

এসময় তিনি বন্যপ্রাণীর করিডোর সংরক্ষণের জন্য প্রয়োজনে বাইপাস (সড়কের উপর দিয়ে বন্য প্রাণী চলাচলের জন্য কিয়েদংশ বন তৈরি) সড়কের প্রস্তাব প্রদান করেন। তাহলে সড়ক দিয়ে যানবাহান চলাচল করবে। আর অপরদিকে, সড়কের উপর দিয়ে বন্যপ্রাণী নিভৃতে তাদের গন্তব্যে যাতায়াত করতে পারবে।

বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল) এবং ট্রান্স বাউন্ডারি ওয়াইল্ডলাইফ করিডোর প্রকল্পের পরিচালক মোল্লা রেজাউল করিম, আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেনটিভ রাকিবুল আমিন, রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা অজিত কুমার রুদ্র, রাঙামাটি উত্তর বন বিভাগের কর্মকর্তা এএনএম আব্দুল ওয়াদূদ, সেনাবাহিনী, পুলিশ, এনজিও, গণমাধ্যমকর্মী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।