ফেনী: ফেনীতে একটি মেছো বাঘ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহাপুর গ্রামের ফকির বাড়ি থেকে রোববার (৯ জানুয়ারি) মেছো বাঘটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, রোববার দুপুরে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। সম্ভবত ওই এলালাকার কোন পোল্ট্রি খামারে মোরগ খেতে এসেছিল বাঘটি। পরে স্থানীয়রা তাকে ধরে বন বিভাগে খবর দেয়।
বন বিভাগ সেখান থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে জেলার পরশুরামের বিলোনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসএইচডি/এএটি