ভোলা: ভোলার চরফ্যাশনে সাগরে ভেসে আসা একটি মৃত ডলফিনকে বালি চাপা দিয়েছে বন বিভাগ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) তারুয়া সমুদ্র সৈকতের পাশে ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।
এরআগে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে আসে মৃত ডলফিনটি। সেটি বালুচরে এসে আটকা পড়ে। পরে স্থানীয় জেলেরা বন বিভাগকে খবর দিলে আমরা পরিদর্শনে আসি। ডলফিনটি উদ্ধার শেষে মাটি চাপা দেওয়া হয়েছে।
ঢালচর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা টিএম আতিকুর রহমান বলেন, চার ফুট দৈর্ঘ্যর ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গভীর সমুদ্রে জেলেদের জালের সঙ্গে আটকানোর কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে। পরে অর্ধগলিত ডলফিনটিকে বালিচাপা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনটি