ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত কচ্ছপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত কচ্ছপ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আজও ভেসে এসেছে বিরল প্রজাতির লেপিডোসেলিম ওলিভাসিয়া নামের একটি মৃত কচ্ছপ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা।

পরে ব্লু গার্ড ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের পরিবেশ কর্মীদের খবর দেয় তারা।

স্থানীয়রা জানায়, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। বর্তমানে কচ্ছপটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছেন ব্লু-গার্ডের সদস্যরা। তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এটা একটি পুরুষ কচ্ছপ। একদিন আগে একটি মৃত (মা) কচ্ছপ ভেসে এসেছে। পরপর কয়েকটি কচ্ছপের মৃত উদ্বেগজনক।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষ তারিকুল ইসলাম বলেন, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে।

চলতি বছরে আজকের কচ্ছপটিসহ সৈকতে মোট ৮টি মৃত কচ্ছপ ভেসে আসলো।  

** কুয়াকাটায় ভেসে এলো মৃত কচ্ছপ 

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, এপ্রিল ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।