ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজারে লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
মৌলভীবাজারে লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত

মৌলভীবাজার: বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (Bengal slow loris) বনে অবমুক্ত করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সোমবার (১১ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন বনে বানরটি অবমুক্ত করা হয়।

প্রায় এক মাস আগে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছিল।

বানরটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামসহ বনবিভাগের কর্মী ও স্থানীয় সাংবাদিকরা।   

রেঞ্জ কর্মকর্তা বলেন, প্রায় এক মাস আগে চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কুরমা বনবিটের কলাবন বন এলাকায় অবমুক্ত করা হয়।

এদিকে একইদিনে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে অসুস্থ একটি লজ্জাবতী বানর উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি অসুস্থ ও খুবই দুর্বল। বানরটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলেই বানরটিকে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।