ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফিচার

হাজার বছর ধরে একই গান গাইছে!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
হাজার বছর ধরে একই গান গাইছে!

হাজারও চড়ুই পাখির সুরেলা শিসের আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে যুক্তরাষ্ট্রের জলাভূমিগুলোতে। এদের বলা হয় আমেরিকান সোয়াম্প স্প্যারোস, অর্থাৎ জলাভূমির চড়ুই।

এদের জানা গানের সংখ্যা হয়তো খুব কম, তবে যেকয়টি গান জানে সেগুলো একদম নিখুঁতভাবে গাইতে পারে। এমনকি হাজার বছর আগে এদের পূর্বপুরুষেরা ঠিক একই সুরে গাইত। আমেরিকান চড়ুইদের সম্পর্কে জানা গেল এমনই অদ্ভুত তথ্য।

বয়স্ক চড়ুইদের কাছ থেকে অল্পবয়সীরা গানটা ভালো মতো শিখে নেয় এবং চর্চা করতে থাকে। একই পদ্ধতিতে পরের প্রজন্মগুলোও সুরটা রফত করতে থাকে।

এই পাখিদের সুরজ্ঞান এতটাই অসাধারণ যে, হাজার বছর ধরে একই গান একই সুরে গেয়ে চলেছে তারা। এখন বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন চড়ুইগুলো কি মানুষের মতোই কার্যকরভাবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে জানে বিজ্ঞানীদের এ অনুসন্ধান ছাপা হয় ‘ন্যাচার কম্যুনিকেশন’ জার্নালে।

বিজ্ঞানীদলের প্রধান ও লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী রবার্ট লাসলান বলেন, গান শেখার সময় এসব চড়ুইদের কোনো ভুল হয় না বললেই চলে এবং শেখার সময় নিজের জন্য সবচেয়ে সহজ সুরটা বেছে নেয়।

মানুষের মতোই চড়ুইগুলো বড়দের অনুকরণ করতে করতে একে-অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন শেখে। কিন্তু চারপাশের সব গান মুখস্থ করে না তারা। যে সুর তারা সবচেয়ে বেশি সংখ্যকবার শুনেছে এবং মনে রাখা সহজ কেবল সেটাই বেছে নেয়। নিজে যে বিষয়ে পারদর্শী কেবল সেটাতেই দক্ষতা অর্জন করার এই কৌশলকে বিজ্ঞানীরা বলেন ‘কনফর্মিস্ট বায়াস’। মনে করা হয়, কেবল মানুষই এই কৌশল অবলম্বন করে।

সম্প্রতি বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ৬১৫টি পুরুষ চড়ুইয়ের সুরেলা গান রেকর্ড করেন। অ্যাকিউস্টিক অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে এ গানগুলো নোট আকারে ভেঙে ফেলেন। এতে গানের কম্পোজিশনে কোনো বৈচিত্র্য থাকলে সহজেই ধরা পড়ে। দেখা যায়, মাত্র দুই শতাংশ চড়ুই মূল গানের সুর থেকে অল্প একটু সরে এসেছে।

আমেরিকান চড়ুইদের অসাধারণ অনুকরণ ক্ষমতা ও কনফর্মিস্ট বায়াস স্বভাবের কারণে তাদের সমাজে একটা ঐতিহ্য তৈরি হয়েছে যা হাজার বছর ধরে টিকে আছে। উত্তর আমেরিকার জলাভূমিতে আজ চড়ুই পাখিরা যেভাবে গাইছে এক হাজার বছর আগেও ঠিক একই ডাক শোনা যেত সেখানে।  

বিজ্ঞানীদের মতে, আমেরিকান চড়ুইদের এই সুরেলা ডাক পাখিদের দুনিয়ার সবচেয়ে প্রাচীন ঐতিহ্য। এছাড়া গবেষণাটি পাখিদের ডাকের বিবর্তন সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।