ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নারীদের পদচারণায় মুখরিত রাজধানীর উদ্যোক্তা মেলা

ডিএইচ বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ১২, ২০২৩
নারীদের পদচারণায় মুখরিত রাজধানীর উদ্যোক্তা মেলা

ঢাকা: ইট পাথরের ব্যস্ত রাজধানীর শিশু একাডেমির প্রঙ্গনে গাছের ছায়ায় শুরু হয়েছে মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

বৃহস্পতিবার (১১ মে) মেলার উদ্বোধন হলেও তেমন কোনো ক্রেতা বা বিকিকিনি চোখে পড়ে নাই।

কিন্তু শুক্রবার (১২ মে) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন।

মেলার ২১ জন নারী ও এসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে তাদের স্টল সাজিয়েছেন।

স্টল গুলোর মধ্যে রয়েছে- বিভিন্ন এলাকার তাঁত ও হাতে বুনা দেশীয় পোশাক ও শাড়ী কাপড়, মাটির, বাঁশের, পুথির গহনা, পাটের তৈরি ব্যাগ, কার্পেটসহ ঘর সাজানোর বিভিন্ন পণ্য, তৈজসপত্র, খাবারের দোকান, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত, চামড়াজাত, হস্তশিল্প ও গৃহস্থলী পণ্য।

দেশীয় পোশাক ও শাড়ী কাপড়ে ও দেশীয় অলঙ্কারের স্টল গুলোত সব চেয়ে বেশি নারীদের ভীড় দেখা যায়। বিকিকিনিও হচ্ছে বেশ।

হাতের তৈরি হস্তশিল্প গুলো নজর কাড়ছে সবার। মেলায় আসা সকল দর্শনার্থীদের। এতো নিখুঁত কাজের প্রশংসা কুড়াচ্ছে বান্দরবান থেকে আসা এক নারী উদ্যোক্তার স্টল কারু শৈলী কুটির শিল্প।

এছাড়া মেলার প্রবেশ করলেই বাম পাশের প্রথমেই রয়েছে শিশু একাডেমি প্রকাশিত বইয়ের স্টল। এছাড়াও শিশুদের জন্য রয়েছে মজার বায়স্কোপ ও চড়কগাছের দোলনা যা তাদের মনকে পুলকিত করে।

মেলার আনন্দ বাড়িয়ে দিতে প্রতিদিন সন্ধার পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবেশ মূল্য ছাড়াই সকাল ১১টা থেকে রাত ৮টা মেলায় প্রবেশ করা যাবে। মেলা চলবে ১৩ মে ২০২৩ পযর্ন্ত।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।