মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলার অধিকাংশ জমিতে এখন চলতি মৌসুমের বোরো ধান কাটার উৎসব চলছে। ধান কাটায় মেতে উঠেছেন চাষিরা।
ছবিতে কৃষকের ধান কাটার উৎসব:
ক্লান্ত আর ঘাম-মাখা শরীরে ধান কেটে তা আটি বেঁধে জমিনে সিরিয়াল অনুসারে সাজিয়ে রাখছেন কৃষক।
বোরো ধান কাটার পর নির্দিষ্ট একটি স্থানে নিয়ে মারাই করছেন ডিজেল চালিত মেশিনে।
বোরো ধান মাড়াইয়ের পর আগাছা পরিষ্কারের কাজ করছেন কৃষাণী।
বোরো ধানের গুনগত মান ঠিক করার জন্য দক্ষিনা বাতাসে উড়িয়ে চিটা ধান বেব করছেন কৃষাণী।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরএ