ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কাঠফাটা রোদে স্বপ্নের বোরো ধান কাটছেন কৃষক

সাজিদুর রহমান রাসেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
কাঠফাটা রোদে স্বপ্নের বোরো ধান কাটছেন কৃষক প্রখর রোদে সোনার রঙের বোরো ধান কাটছেন কৃষক। 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলার অধিকাংশ জমিতে এখন চলতি মৌসুমের বোরো ধান কাটার উৎসব চলছে। ধান কাটায় মেতে উঠেছেন চাষিরা।

রোদে পুড়ছেন আর বৃষ্টিতে ভিজে স্বপ্নের সোনালী ফসল (বোরো ধান) ঘরে তোলায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন তারা।
 
ছবিতে কৃষকের ধান কাটার উৎসব:
 
ক্লান্ত আর ঘাম-মাখা শরীরে ধান কেটে তা আটি বেঁধে জমিনে সিরিয়াল অনুসারে সাজিয়ে রাখছেন কৃষক।  
 
বোরো ধান কাটার পর নির্দিষ্ট একটি স্থানে নিয়ে মারাই করছেন ডিজেল চালিত মেশিনে।  
 
বোরো ধান মাড়াইয়ের পর আগাছা পরিষ্কারের কাজ করছেন কৃষাণী।  
 
বোরো ধানের গুনগত মান ঠিক করার জন্য দক্ষিনা বাতাসে উড়িয়ে চিটা ধান বেব করছেন কৃষাণী।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।