ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ডের জন্ম  

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ডের জন্ম
 

ঢাকা: ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়; যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২২ জুন, ২০২৩,বৃহস্পতিবার। ৮ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ। ০৩ জিলহজ, ১৪৪৪ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৩৭৭ -দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫৫৫ -হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।
১৫৫৫ -সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
১৮১৪ -লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯১১ -পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৫ -নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।
১৯৪০ -সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৯৭২ -আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
জন্ম
১৭৬৭ -ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৩৭ -পল মর্ফি, দাবাড়ু।
১৮৫৬ -হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক।
১৮৮৯ -কালিদাস রায়, বাঙালি কবি।
১৮৯৮ -এরিক মারিয়া রেমার্ক, প্রখ্যাত জার্মান যুদ্ধবিরোধী লেখক।
১৯৩২ -অমরেশ পুরী, ভারতের অভিনেতা ।

মৃত্যু
১৯৫৯ -বাংলাদেশি নাট্যকার তুলসী লাহিড়ী। জন্ম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। ১৮৯৭ সালের ৭ এপ্রিল। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। পুঁজিবাদী সমাজব্যবস্থার অসারতা প্রমাণের উদ্দেশ্যে নাটক রচনায় আত্মনিয়োগ করেন। ‘দুঃখীর ইমাম’ (১৯৪৭) ও ‘ছেঁড়াতার’ (১৯৫০) নাটক দু’টি রচনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন। নাট্যরচনা, মঞ্চাভিনয় এবং পাশাপাশি চিত্রপরিচালক ও অভিনেতারূপে তার অভিজ্ঞতা ব্যাপক। জীবনে বহু গান লিখেছেন। ১৯৫৯ সালের ২২ জুন কলকাতায় মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।