ঢাকা: রাজধানীর ডেমরায় চলছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বাউল মেলা। ডেমরায় বালুনদীর পাড়ে শ্রী শ্রী সুধারাম বাউলের স্মরণে প্রতিবছর এখানে মেলা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ বিশেষ ব্যক্তির নামে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কুষ্টিয়ায় লালন মেলা, বারদী বাবা লোকনাথের আশ্রমের মেলা, পহেলা বৈশাখের মেলা ইত্যাদি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডেমরা বাউল মেলা ঘুরে বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফটো করসপন্ডেন্ট শাকিল আহমেদ
মেলায় শিশু কিশোরদের অত্যান্ত পছন্দের নাগরদোলা ও বিভিন্ন রকমের রাইট।
খেলনার দোকানে ক্রেতাদের ভিড়।
মাটির তৈরি হাঁড়িপাতিল কিনছে ক্রেতারা।
শিশুদের মন কারছে নানান রকম মাটির তৈরি রঙিন খেলনা পুতুল।
মেলা থেকে কুটির শিল্প, মৃৎশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন দর্শনার্থীরা।
কাগজের তৈরি ফুল কিনেছেন একজন ক্রেতা।
মেলায় খই, মুড়ি ও মিষ্টি কিনতে ভিড় করছেন ক্রেতারা।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরআইএস