ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অদ্ভুত পরিবেশে সিংহের শিকার!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
অদ্ভুত পরিবেশে সিংহের শিকার! ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার একটি গেম রিজার্ভ। পিচের রাস্তার ওপর পর্যটকদের গাড়ির জ্যাম।

জ্বলছে গাড়ির হেডলাইট। এর পরের বর্ণনা অনেকটা শ্বাসরুদ্ধকর। এর মাঝেই হঠা‍ৎ উদয় দুটো সিংহ। সামনে গাড়ির মাঝেই একটি এন্টিলপকে (হরিণবিশেষ)।

এমন শিকার বাগে পেয়ে কি আর বসে থাকা ‍যায়! অমনি ঝাঁপিয়ে পড়ে মটকে দিলো ঘাড়! এমন ঘটনা অহরহ টিভিতে দেখা গেলেও পর্যটকদের গাড়ির সামনে পিচের রাস্তায় এমন ঘটনা দেখা বড়ই অস্বস্তিকর!

ব্রিটন ক্যারোলিন ডানফোর্ড (২৩) দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক থেকে ইন্টার্নশিপ করছেন। শুক্রবার ভোরে পার্কটির ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি।


এক পর্যায়ে দেখেন রাস্তায় বেশ কিছু গাড়ির ভিড়। একটু এগিয়ে দেখেন সিংহের শিকারের এ দৃশ্য।
এক মুহূর্তও দেরি না করে ঝটপট ছবি তুলতে শুরু করেন ২৩ বছর বয়সী ডানফোর্ড। শুধু তিনিই নন গাড়িতে বসে থাকা দর্শনার্থীরাও গাড়ির জানালা দিয়ে অবাক হয়ে দেখছিলেন গোটা ঘটনাটি।


যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের রোমেসিবাসী জীববিদ্যার ছাত্রী ডানফোর্ড  জানান, ঝোপের ভেতর থেকে এন্টিলপটি বেরিয়ে আসার পরপরই সিংহ দু’টি তাকে তাড়া করে গাড়িগুলোর সামনে নিয়ে আসে।


একটি সিংহ তাকে পেছন থেকে আকড়ে ধরে অন্যটি তার গলা।    তারপর দু’টি সিংহ মিলে এন্টিলপটিকে রাস্তার ওপর শুইয়ে দেয়।
সিংহ দু’টির আঘাতে পর‍াভূত হয়ে আতঙ্কগ্রস্ত হরিণটি গাড়ির দিকে এগুতে থাকে ও সহসা পড়ে যায়। বলেন ডানফোর্ড।


ডানফোর্ড গত বছর দক্ষিণ আফ্রিকায় সিংহদের নিয়ে একটি প্রোজেক্ট সম্পন্ন করেছেন। কিন্তু বর্তমানে তিনি দেশটির উত্তর-পূর্বের এই পার্কটির পশু চিকৎসা গবেষণা কেন্দ্রে ইন্টার্নি করছেন।
 

তিনি জানান, জীববিজ্ঞানী হিসেবে জীবনচক্র সম্পর্কে আমি জানি। আর সিংহকে শিকার করতে দেখা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। এটি সত্যিই অসম্ভব সুন্দর।


এরইমধ্যে ডানফোর্ট এ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করেছেন। বর্তমানে ছবিগুলোর লাইক ও শেয়ার ছাড়িয়েছে কয়েক হাজার।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।