ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

৩ মাস মায়ের সঙ্গে, তারপর স্বাধীন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
৩ মাস মায়ের সঙ্গে, তারপর স্বাধীন

ঢাকা: চীনের হেইলংজিয়াং প্রদেশে দেশটির বৃহৎ সাইবেরিয়ান টাইগার পার্কে প্রায় এক হাজার সাইবেরিয়ান বাঘের বসবাস। চলতি বছরে এ বাঘ লালন পালন কেন্দ্রে জন্ম নিয়েছে৭০টি শাবক।

প্রতিবছর মা বাঘগুলো তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য নতুন অতিথির জন্ম দেয়।

এ প্রসঙ্গে পার্কটির প্রধান প্রকৌশল লিউ ড্যান বলেন, বাঘের প্রজাতি টিকিয়ে রাখা ও ভারসাম্য রক্ষায় এটি খুবই ইতিবাচক।  

চলতি বছরের শেষের দিকে আরও প্রায় একশ বাঘ শাবকের জন্ম হবে বলেও জানান তিনি।

এসব বাঘ শাবক তাদের মায়ের সঙ্গে থাকবে তিন মাস। এসময় তারা শিকার করা, আত্মরক্ষা ও অস্তিত্ব টিকিয়ে রাখার সব ছলা-কলা মায়ের কাছ থেকে শিখে নেবে। পরে প্রশিক্ষিত শাবকগুলো পার্কের বাইরে স্বাধীনভাবে বসবাস করতে পারবে।

সাইবেরিয়ান বাঘগুলো বিশ্বের সবচেয়ে বেশি বিপদাপন্ন প্রজাতি। এরা বেশির ভাগ চীনের উত্তরাঞ্চল ও রাশিয়ার পূর্বঞ্চালে বাসবাস করে।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।