ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ফ্রেমবন্দি সুপারমুন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ফ্রেমবন্দি সুপারমুন

ঢাকা: চলতি বছর পৃথিবীর সঙ্গে চাঁদের ভাব জমেছে বেশ। পৃথিবী যেন দুর্নিবার আকর্ষণে বরাবরই কাছে ডাকছে রূপবতী চাঁদকে।

চাঁদও কিছু পরোয়া না করে প্রতিবারই জোছনার বন্যায় ভাসিয়ে দিচ্ছে পৃথিবীকে।
 
চাঁদ আর পৃথিবীর এ অভিসারের নাম যদি হয় সুপারমুন তবে বলা যায়, গত বছরের চেয়ে এবছর তাদের প্রণয় বেড়েছে আরও বেশি। কারণ, গত বছর সুপারমুনের সংখ্যা ছিল পাঁচ। এবছর চাঁদ পৃথিবীর খুব কাছে আসবে আরও একদফা বেশি। অর্থাৎ এবছর সুপারমুনের সংখ্যা ছয়।
 
শনিবার (২৯ আগস্ট) রাতে ৪র্থ বারের মতো চাঁদ পৃথিবীর খুব কাছে অর্থাৎ সুপারম‍ুন ছিল।

বিশ্বের বিভিন্ন স্থান থেকে তোলা সুপারমুনের কয়েকটি ছবি দেখে নেওয়া যাক।


লস অ্যাঞ্জেলেসের বাণিজ্যিক ভবনের ছাদ ছুঁই ছুঁই করছে চাঁদ।


জায়গাটি স্পেনের আন্দালুসিয়ার রাজধানী সেভিলের কাছেই।


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেটের পাশেই পাহারায় দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তারা। সঙ্গে পাহারায় সুপারমুনও।


টেলিভিশন অ্যান্টেনার পেছনে চাঁদ। এটিও স্পেনের আন্দালুসিয়ায়।  


ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিটি তোলা হয়েছে মিশিগানের বেলাইর লেক থেকে।

আজ থেকে প্রায় একমাসের মতো চাঁদ আর পৃথিবী খানিক দূরত্ব বজায় রেখে চলবে। তবে চিন্তা নেই! তাদের ফের দেখা হবে ২৮ সেপ্টেম্বরেই।

ওহ্, বলে নেওয়া ভালো, ছবিগুলোর উৎস রয়টার্স ও ইনস্টাগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।