ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

প্রাকৃতিক সুইমিং পুল (পর্ব-১)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
প্রাকৃতিক সুইমিং পুল (পর্ব-১)

ঢাকা: গভীর জঙ্গল। চারপাশে সবুজ বুনো গাছ-গাছালি।

কখনও পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে শুভ্র ঝরনাধারা। পাথুরে গুহার মস্ত হা এর ভেতর  টলমল করছে স্ফটিক স্বচ্ছ জল। জলের স্বচ্ছতা ছুঁয়ে গেছে তলানি পর্যন্ত।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন প্রকাশ করেছে বন-পাহাড়ের বুক চিরে বয়ে চলা ডজন খানেক প্রাকৃতিক সুইমিং পুলের তালিকা। এই প্রাকৃতিক সুইমিং পুলগুলো নিয়ে বাংলানিউজের বিশেষ আয়োজনের প্রথম পর্ব।

ইক কিল সেনোটে, ইকো-আর্কিওলজিক্যাল পার্ক
চিচেন ইৎজা, মেক্সিকো
পুলের চারপাশ বেয়ে নেমেছে আঙুরলতা। গাঢ় নীল জলে ঝাঁক বাঁধা ক্যাটফিশের দল। দক্ষিণ ক্যালিফোর্নিয়াবাসী ডেভিড জানান, এমন একটি জায়গায় সাঁতার কাটার সময় মনে হবে আপনি অন্য কোনো গ্রহে রয়েছেন। পানিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনুভূত হবে, এটাই স্বর্গে আপনার শেষ সাঁতার!


গ্রোট্টা ডেলা পয়েসিয়া
রোকা ভেকিয়া, ইতালি
জলের রং আধা ফিরোজা, আধা নীল। লন্ডনবাসী চিতেশের মতে, জায়গাটি পৃথিবীতে রয়েছে তা বিশ্বাস করতে হলে আপনাকে সেখানে যেতে হবে। ছবিতে প্রথম এ জায়গাটি দেখার পর তিনি ঠিক ঠাহর করে উঠতে পারেননি এমন কোনো জায়গা আদৌ কি বাস্তবে রয়েছে? তার চেয়ে ভালো সত্যি সত্যিই হাজির হয়ে যান রোকা ভেকিয়ার ব্রোঞ্জ যুগ ও মাইকেনিন প্রত্নতাত্ত্বিক স্থান গ্রোট্টা ডেলা পয়েসিয়াতে।

লাস গ্রিয়েটাস
পুয়ের্তো আয়োরা, ইকুয়েডর
এখানে দৈত্যাকার কচ্ছপের চেয়ে গালাপাগোস কচ্ছপ (সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ ও ১৪তম ওজনদার সরীসৃপ) অনেক বেশি। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের কেন্দ্রীয় দ্বীপে দু’টি সুউচ্চ খাঁড়ির মধ্যে অবস্থিত লাস গ্রিয়েটাস পুলটির জল সরাসরি সমুদ্র থেকে এসেছে। তবে সান্তা ক্রুজের মূল বন্দর থেকে খাঁড়ি পর্যন্ত পৌঁছাতে রয়েছে নৌ পারাপারের ব্যবস্থা।


ব্লু লেগুন
গ্রাইন্ডেভিক, আইসল্যান্ড
সুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত। ব্লু লেগুনের জল গরম বলে বরফাচ্ছাদিত আইসল্যান্ডের এই স্থানটি স্বভাবতই জনপ্রিয়।   প্রাকৃতিকভাবে ভ‍ূ-তাপে  ৪০ ডিগ্রি তাপমাত্রায় গরম হয় এখ‍ানকার পানি। এক কথায় প্রাকৃতিক স্পা বলেই ব্লু লেগুনকে উল্লেখ করেন অনেকে। ইংল্যান্ডের ম্যাসাচুসেটসবাসী রেচেল জানান, এখানে স্নান করার সময় আপনার মনে হবে আপনি চাঁদে স্নান করছেন।


সুয়া ওশেন ট্রেঞ্চ
সামোয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর মধ্যে এটিই সবচেয়ে রোমান্টিক। বলা বাহুল্য, যুগল ও পরিবেশ সচেতন ভ্রমণকারীদের কাছে স্থানটি রোমাঞ্চকর। মেলবোর্নের এক পরিব্রাজক জানান, যদি আপনি ভালো সাঁতারু হন তাহলে পানির নিচে সাঁতার কেটে পাথরের সুড়ঙ্গ দিয়ে সমুদ্রে বেরিয়ে পড়তে পারেন। ওপর থেকে খাঁড়া সিঁড়ি নেমে গেছে পুলের নিচ পর্যন্ত। তবে দুর্বল চিত্তের মানুষ সেখানে না নামাই ভালো।


নান্দা ব্লু হোল
ভানাতু, দক্ষিণ প্রশান্ত মহাসাগর
ভানুয়াতুর সবচেয়ে বড় দ্বীপে এসপিরিটু সান্তোর নান্দা ব্লু হোল গাঢ় নীল মিঠা পানির পুল। চমৎকার রং আর নির্মল এমন জল সচরাচর দেখা যায় না। পুলের পাশে রয়েছে বার ও পিকনিক করার জন্য জায়গা।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।