ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পানির উপর ভাসমান বসতবাড়ি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
পানির উপর ভাসমান বসতবাড়ি!

ঢাকা: ভ্রমণে গিয়ে হাউজবোট বা বজরাতে ঘোরাঘুরির সময় একবারও কি মনে হয়েছে, ইস্, যদি এভাবে জলের ওপরই বসবাস করা যেতো! যদি তাই হয়, তাহলে বলা যায় চিন্তাটা অমূলক নয়।

ইতালিয়ান স্থপতি জিয়ানকার্লো জেমা পানির উপর বাড়ি তৈরির নতুন একটি নকশা করেছেন।

ওয়াটার নেস্ট-১০০ নামের ভাসমান এ বাড়িটি সহজেই হ্রদ বা নদীর ওপর সংস্থাপন করা যাবে।

সৌর বিদ্যুৎ ব্যবহৃত দুটি বেডরুম, লিভিং রুম, রান্নাঘর, স্নানঘর ও বারান্দা সমেত এ বাড়িটি চার সদস্যের পরিবারের জন্য বিলাসিতাই বলা চলে।


বিশাল গোলাকার এ বাড়ির মডেলটির ব্যাসার্ধ ৩৯ ফুট। বারান্দাসহ এক হাজার ৭৬ বর্গফুটের বাড়িটি ১৩ ফুট উঁচু।   

স্থপতি জেমা জানান, ভাসমান এ বাড়ি তৈরির প্রেরণা জলজ পাখির বাসা।

লক্ষণীয় ব্যাপার হলো, বিলাসবহুল বাড়িটি দেখে মনে হবে না যে এটির ৯৮ শতাংশ উপাদানই জল নিরোধক ও পূর্ণব্যবহারযোগ্য পুরোনো প্রক্রিয়াজাত উপকরণ যেমন, স্তরবিশিষ্ট কাঠের ফালি ও জাহাজের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে।

আকষর্ণীয় বাড়িটিতে রয়েছে অভ্যন্তরীণ প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা ও এয়ারকন্ডিশন।

স্নানঘর ও রান্নাঘরের ছাদে ছয়শো ৪৯ বর্গফুট ওপর ফটোভোল্টাইক প্যানেল সংস্থাপন করা হয়েছে যা প্রতি ঘণ্টায় চার কিলোওয়াট সৌরশক্তি উৎপন্ন করবে।

জেমার মতে, এই পরিমাণ সৌর বিদ্যুৎ বাড়ির সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সক্ষম।


নীলাভ ভাসমান বাড়িটি বসবাস ছাড়াও অফিস, রেস্তোরাঁ, দোকান কিংবা প্রদর্শনী হিসেবেও ব্যবহার করা যাবে। জানান জেমা।

ভাসমান এ বাড়ি ইচ্ছে হলে অর্ডার দিয়েও বানাতে পারেন। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ইকোফ্লোলাইফ কোম্পানি এ ধরনের ভাসমান বাড়ি তৈরি ও বিক্রির কাজে নিয়োজিত। জেমার নকশা করা ওয়াটার নেস্ট ১০০ এ কোম্পানির নতুন সংযোজন।

এসব বাড়ির দাম শুরু হয়েছে পাঁচ লাখ ইউরো বা প্রায় চার কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা থেকে আট লাখ ইউরো বা ছয় কোটি ৯৮ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত।


বাড়িটি পানিতে সহজেই সংস্থাপন করা যাবে ও ধীরে ধীরে ভেসে বেড়াবে। বাড়িটি তৈরি করতে সময় লাগবে প্রায় এক বছরের মতো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।