ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইম্পালার বন্ধু পাখি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
ইম্পালার বন্ধু পাখি ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ক্রুগার পার্ক। রোজকার মতো চরে বেড়াচ্ছে ইম্পালা হরিণ।

হঠাৎ হরিণটির বাম চোখের পাশে উড়ে এসে বসলো একটি অক্সপিকার (বাদামি রঙের আফ্রিকান পাখি)।

সাধারণত ঘাড়ে-মাথায় হুটহাট পাখি এসে বসলে চারপেয়েরা একটু বিরক্তই হয়। কিন্তু এদিন ব্যতিক্রম। অক্সপিকার ইম্পালার মাথায় বাসা বাঁধা পরজীবী পোকা খেতে শুরু করলো। ইম্পালাও চোখ-মুখ বেঁকিয়ে সুখে একেবারে আটখানা। কারণ, পাখিদের আসা-যাওয়া তাও মানা যায়, চারপেয়েরা এই পরজীবী পোকার উপদ্রবে বেশি বিরক্ত থাকে।

অক্সপিকার-ইম্পালার এ রসায়ন চলছে। এদিকে, এ দুর্লভ দৃশ্য চোখ এড়ালো না ব্রিটিশ বন্যপ্রাণি আলোকচিত্রী ক্রিস হ্যাডফিল্ডের। দূর থেকে ফ্রেমবন্দি করতে ভুললেন না তিনি।

বছর ষাটের এ আলোকচিত্রী অনুভূতি প্রকাশ করে বলেন, বিনামূল্যে অক্সপিকারের এই পোকা পরিষ্কার সেবা বেশ ভালোই উপভোগ করেছে ইম্পালা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।