ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

২৫ মার্চ কালরাত্রির গণহত্যা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
২৫ মার্চ কালরাত্রির গণহত্যা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ মার্চ ২০১৬, শুক্রবার। ১১ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৩৪ - মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
•     ১৮০৭ - ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
•     ১৮৪৩ - টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়।
•     ১৮৯৬ - আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক দেওয়া হয়।
•     ১৯৬৯ - পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন ও ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি হয়।
•     ১৯৭১ -পাকিস্তানি সামরিক জান্তা মধ্যরাতে বাংলাদেশের জনগণের ওপর অতর্কিত সশস্ত্র আক্রমণ শুরু করে ও গণহত্যা চালায়। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ।

জন্ম
•     ১৯০৬ – ইতিহাসবিদ ও সাংবাদিক অ্যালান জন পার্সিভাল টেইলর।
•     ১৯২০ – ব্রিটিশ ঔপন্যাসিক পল স্কট।

মৃত্যু
•     ১৮৯৯ - রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াস।
•     ১৯১৪ - নোবেলজয়ী ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রাল।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।