ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলা সাহিত্যের ভোরের পাখি বিহারীলালের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
বাংলা সাহিত্যের ভোরের পাখি বিহারীলালের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

২১ মে ২০১৬, শনিবার। ৭ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৫০২ - জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
•     ১৭৪৪ - ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু।
•     ১৮৫১ - অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
•     ১৯০৪ - ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।
•    ১৯৯৪ - ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
•     ২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪ টি দেশ যুক্ত রয়েছে।

জন্ম
•     ১৬৮৮ - ইংরেজ কবি আলেকজান্ডার পোপ।
•     ১৮৩৫- কবি বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ বাংলা গীতি কাব্য-ধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারা পাল্টে গীতিকবিতার ধারা প্রবর্তন করেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে স্বপ্নদর্শন, সঙ্গীত শতক (১৮৬২), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গসন্দর্শন (১৮৭০), বন্ধুবিয়োগ (১৮৭০), প্রেম প্রবাহিনী (১৮৭০), সারদামঙ্গল (১৮৭৯), মায়াদেবী, ধুমকেতু, দেবরাণী, বাউলবিংশতি, সাধের আসন ইত্যাদি। একইসঙ্গে তিনি পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধবন্ধু ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন।
•     ১৮৪৪ - ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো।
•     ১৯২১ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী আন্দ্রে শাখারভ।

মৃত্যু
•     ১৯১১ - স্কটল্যান্ডের জ্যোতির্বিদ উইলিয়ামিনা ফ্লেমিং।
•     ১৯২০ - গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু।
•     ১৯৯১ - ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি রাজীব গান্ধী।
•     ১৯৯৪ – মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন। প্রবীণ সাংবাদিক ও সাহিত্যসেবী মোহাম্মদ নাসির উদ্দীন খুব অল্প বয়সে সংসারের হাল ধরেন। সহকারী স্টেশনমাস্টার পদে চাকরি করেন নরসিংহপুর স্টিমার ঘাটে। পরে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে প্রতিষ্ঠা করেন ওরিয়েন্টাল লাইব্রেরি। এ সময় তিনি মাসিক সওগাতের সম্পাদনায় নিযুক্ত হন। তিনি বাংলা একাডেমি সম্মাননা পুরস্কার, একুশে পদক, বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ ট্রাস্ট পুরস্কার, আবুল মনসুর সাহিত্য পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার, শেরেবাংলা জাতীয় স্বর্ণপদক, বাংলা অ্যাকাডেমি ফেলো, ঢাকা সিটি করপোরেশন পদক, নজরুল ইনস্টিটিউটের নজরুল স্মৃতিপদক ইত্যাদি পুরষ্কার পেয়েছেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।