আব্দুর রহমানের জন্মস্থান বরিশালের পিরোজপুর হলেও ব্যবসার জন্য সাত বছর আগে পাড়ি জমান চাঁদপুরে। সামান্য পুঁজি নিয়ে শুরু করেন ঝাড়ু ব্যবসা।
চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে নারিকেলের শলা সংগ্রহ করেন আব্দুর রহমান।
প্রতি মন শলা কেনেন ১৬শ’ টাকায়। এরপর তৈরি করেন ঝাড়ু। চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুইজন কর্মচারী ও নিজেই বিক্রি করেন ঝাড়ু। এছাড়া চান্দ্র, ইব্রাহীমপুর, সাখুয়া, বালিয়া, বাগাদী, তরপুরচণ্ডী, মৈশাদী, রামপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে তার কাজ থেকে ঝাড়ু কেনেন নেন খুচরা ব্যাবসায়ীরা। আব্দুর রহমান নিজেই বললেন তার সাফল্যের মূলমন্ত্র। তিনি বলেন, সততা ও দক্ষতা তার ব্যবসার মূল মন্ত্র। সততা ও দক্ষতা থাকলে যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করা যায়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমজেএফ/এমজেএফ