কদমতলী থেকে ডান দিকে দোহার-নবাবগঞ্জ সড়কের কালিন্দি নেকরোজবাগ। এই এলাকার একটু ভেতরে গেলে মুসলিমাবাদ।
রিল করা ওড়নার কাপড় প্রথমে গুচ্ছ করে বিভিন্ন প্রকারের প্রাকৃতিক বা ক্যামিকেল রংয়ে ডুবিয়ে রাখা হয়।
তারপর রংয়ে ভেজানো ওড়নার কাপড় বাঁশের একটি খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় পানি ঝরিয়ে ফেলতে।
পানি ঝরে গেলে সেই গুচ্ছ কাপড় টেনে টেনে মেলে দেওয়া হয় রোদে শুকানোর জন্য। শুকানো হলেই কাপড়ের গায়ে স্থায়ীভাবে বসে পড়ে এ রং।
তারপর অর্ডার অনুযায়ী থ্রি-পিসের জন্য মাপ মত কেটে এ ওড়না সরবরাহ করা হয় পুরান ঢাকার ইসলামপুরসহ সারাদেশের কাপড়ের মার্কেটগুলোতে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এইচএ/