ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মুসলিমাবাদের ওড়নায় রঙিন সারাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
মুসলিমাবাদের ওড়নায় রঙিন সারাদেশ ওড়নার কাপড়কে গুচ্ছ করে রংয়ে ডুবিয়ে রাখা হচ্ছে। এরপর সেখান থেকে তুলে শুকানো হবে। ছবি: দীপু মালাকার

মুসলিমাবাদ (কেরানীগঞ্জ) থেকে: ঢাকা থেকে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ। ব্যস্ত কেরানীগঞ্জের ঠিক মাঝখানটায় কদমতলী মোড়। সেজন্য এখানকার লোকদের কাছে কেরানীগঞ্জের অস্থায়ী রাজধানী বলে পরিচিত কদমতলী।

কদমতলী থেকে ডান দিকে দোহার-নবাবগঞ্জ সড়কের কালিন্দি নেকরোজবাগ। এই এলাকার একটু ভেতরে গেলে মুসলিমাবাদ।

সারাদেশে রঙিন ওড়নার যে মায়া ওড়ে, মুসলিমাবাদ থেকেই সেই ওড়নাগুলোতে রং মাখানো হয়। ঢুঁ মেরে দেখা গেলো ওড়নায় রং মাখানোর চিত্র। ছবি: দীপু মালাকার
রিল করা ওড়নার কাপড় প্রথমে গুচ্ছ করে বিভিন্ন প্রকারের প্রাকৃতিক বা ক্যামিকেল রংয়ে ডুবিয়ে রাখা হয়।

ছবি: দীপু মালাকার
তারপর রংয়ে ভেজানো ওড়নার কাপড় বাঁশের একটি খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় পানি ঝরিয়ে ফেলতে। ছবি: দীপু মালাকার
পানি ঝরে গেলে সেই গুচ্ছ কাপড় টেনে টেনে মেলে দেওয়া হয় রোদে শুকানোর জন্য। শুকানো হলেই কাপড়ের গায়ে স্থায়ীভাবে বসে পড়ে এ রং।  

তারপর অর্ডার অনুযায়ী থ্রি-পিসের জন্য মাপ মত কেটে এ ওড়না সরবরাহ করা হয় পুরান ঢাকার ইসলামপুরসহ সারাদেশের কাপড়ের মার্কেটগুলোতে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।