তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৪ মে, ২০১৭, রোববার। ১ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৬০৭ - যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার জেমস টাউনে প্রথম স্থায়ী বসতি গড়ে ইংরেজরা।
• ১৯৪৮ - ব্রিটিশ প্রশাসনের অধীন থেকে স্বাধীনতার ঘোষণা করে ইসরায়েল।
• ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসিতে জনপ্রিয় টিভি সিরিজ সিনফেল্ডের শেষ পর্ব পরিবেশিত হয়। (এই পর্ব চলাকালে প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের দর ছিল ২০ লাখ ডলার)
জন্ম
• ১৭৭১ - ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট ওয়েন।
• ১৯০৭ - পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান।
• ১৯২৩ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক মৃণাল সেন।
• ১৯৪৪ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস।
• ১৯৬৯ - হলিউডের অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
• ১৯৮৪ - যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদ ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
মৃত্যু
• ১৯২৫ - বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড।
• ১৯৯৮ - বিখ্যাত বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক শওকত ওসমান। ১৯১৭ সালের ২ জানুয়ারি ব্রিটিশ ভারতের হুগলিতে জন্ম নেওয়া শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার অসংখ্য রচনার মধ্যে ‘জননী’ ও ক্রীতদাসের হাসি’ উপন্যাস দু’টি সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এইচএ/