সোনালি বোরু ধান কাটার দৃশ্য ফুটে উঠছে বাংলানিউজের স্টাফ ফটো করসপন্ডেন্ট আনোয়ার হোসেন রানার ক্যামেরায়। ছবিগুলো তুলা হয়েছে মুন্সীগন্জের সিরাজদিখাঁনের চালতিপাড়া এলাকা থেকে।
বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে ইরি-২৮, ইরি-২৯, বাসমতি সোনালি ধানের শীষ।
ধান কাটার পর আঁটি বেধেঁ খেতেই সাড়িবদ্ধ করে রাখা হচ্ছে ধানের আটি।
খেত থেকে ধানের আঁটি মাথায় করে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক।
ধান মাড়াই করা জন্য ব্যবহার করা হচ্ছে মেশিন।
সোনালি ধান ঘরে তোলার সময় তাইতো কৃষক পরিবারের ছোট থেকে বুড়ো সবাই মহাব্যস্ত।
ধান শুকানো কাজে ব্যস্ত কৃষান-কৃষানিরা।
ধান কাঁটা, মাড়ানো ও শুকানো শেষে কৃষক পরিবাররা এখন ধান মাপায় ব্যস্ত।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএইচআর/এসআরএস