গত ১২ মে দেশের বৃহৎ পাইকারি বাজারে দেখা যায়- দুবাই, আবুধাবি, ইরান, কাতার, কুয়েত ও সৌদি-আরবের খেজুরের চাহিদা বেশি। কিন্তু, পর্যাপ্ত পরিমাণে আমদানি ও মজুদ থাকা সত্ত্বেও আগের তুলনায় দাম কিছুটা বেশি।
মোহিব উল্লাহ্ নামে এক খেজুর ব্যবসায়ী বাংলানিউজকে জানান, সৌদি-আরব থেকেই কয়েক প্রকার (আল-মদিনা, আজুয়া, আম্বর, সাহাবী ও দাপাস) খেজুর আমদানি করা হয়। গত বছরের তুলনায় খেজুরের দামে স্বাভাবিক থাকলেও কিছুটা বেড়েছে দাপাসের দাম।
পাইকারি দরে খেজুর কিনে রমজান মাস জুড়ে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন মো. মোছলেম মিয়া।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ০২, ২০১৭
ওএইচ/বিএস