ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ

বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, এ বৃষ্টি কারো কাছে মধুর হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের জন্য নিয়ে আসে দুর্ভোগ। বর্তমানে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার।এর সঙ্গে যুক্ত হয় ড্রেনের নোংরা পানি। প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাজধানীর অধিকাংশ রাস্তায় এখন বৃষ্টির পানিতে থৈ থৈ করছে! স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না নগরবাসী।

সামান্য বৃষ্টি হলেই শাহজাহানপুর থেকে মালিবাগ মৌচাক মোড়ে যাওয়ার রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। সকালে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ও ছুটির পরও বৃষ্টি।

বাসায় যাওয়ার পুরো রাস্তায় ড্রেনের নোংরা পানিতে ডুবেছে। তাই তো রাব্বি তার ভাইয়ের কোলে চড়ে বাড়ি পথে রওয়ানা হয়েছে। অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগমা তার সন্তানকে কোলে করে জলাবদ্ধতা পার হচ্ছেন। অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগবৃষ্টি কারণে সৃষ্টি জলাবদ্ধতা সঙ্গে যোগ হয়েছে ড্রেনের নোংরা পানি। তাই সন্তানকে কোলে করে পার হচ্ছেন এক বাবা। অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগজলাবদ্ধতায় গর্ত না দেখতে পেরে রিকশাচালকের রিকশাটি গর্ত পড়ে গেলো যাত্রী নিজেই জলাবদ্ধতার ভেতরে নেমে পড়েন। অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ সিএনজিচালিত অটোরিকশাটি জলাবদ্ধতার ভেতরে গর্তে পড়লে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ অটোরিকশাটিকে গর্ত থেকে তুলতে সাহায্য করছেন। অটোরিকশায় ভেতরে রয়েছে যাত্রী ঘটতে পারে দুর্ঘটনা। অলি-গলিতে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগজলাবদ্ধতার কারণে রাস্তার গর্ত না দেখতে পেরে অনেক যানবাহন গত পড়ে যায় তাই স্থানীয় এক দোকানদার নিজ উদ্যোগে গর্তগুলো চিহ্নিত করার জন্য গর্তগুলোতে বাঁশ পুঁতে দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।