ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঘরে বসেই দেখুন প্লুটোর অত্যাশ্চর্য ভূপৃষ্ঠ (ভিডিও)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ঘরে বসেই দেখুন প্লুটোর অত্যাশ্চর্য ভূপৃষ্ঠ (ভিডিও) ঘরে বসেই দেখুন প্লুটোর অত্যাশ্চর্য ভূপৃষ্ঠ

ঢাকা: সম্প্রতি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা তাদের নিউ হরাইজন মহাকাশযানের প্লুটো যাত্রার দুই বছর পূরণ করেছে। এ উপলক্ষে তারা প্রকাশ করেছে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী এই গ্রহটির পৃষ্ঠতলের এক অভিনব ভিডিও, যা পৃথিবীর মানুষ দেখতে পাবে তাদের ঘরে বসেই। 

নাসার তথ্য মতে, ২০১৫ সালের ১৪ জুলাই প্লুটো অভিমুখে পাঠানো নিউ হরাইজন মহাকাশযানটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন মাইল দূরে বরফ শীতল গ্রহটির অক্ষে অবস্থান করছে। প্রায় দুই বছর ধরে চলা এ গবেষণায় মহাকাশযানটি প্লুটো এবং এর উপগ্রহের অসংখ্য ছবি তুলতে সক্ষম হয়।

নাসার এই সাফল্যের ধারাবাহিকতায় নিউ হরাইজন প্লুটো ও এর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারন প্রদক্ষিণের দু’টি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে প্লুটোর বরফশীতল পাথুরে ভূপ্রকৃতি দারুণ ভাবে ফুটে উঠেছে।  

ভিডিও-১  

এ পর্যন্ত মানুষের পক্ষে প্লুটোর সবচেয়ে কাছ থেকে ধারণ করা ভিডিও বলে জানিয়েছে নাসা।  

প্রতিষ্ঠানটির প্লেনেটারি সায়েন্সের ডেপুটি ডিরেক্টর জিম গ্রিনের বলেন, নিউ হরাইজন শুধু এই গ্রহটিকে প্রথমবারের মতো চিত্রায়িত করেনি, বরং আরও অনেক দূরবর্তী মহাকাশ যাত্রার জন্যও নিজের সম্ভাবনা সৃষ্টি করেছে।  

ভিডিও-২:

জানা যায়, নিউ হরাইজনের পরবর্তী মিশন সৌরজগতের বাইরে কিউপার বেল্টে, যেখানে আনুমানিক ২০১৯ সাল নাগাদ মহাকাশযানটি পৌঁছাতে পারবে।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।