নাসার তথ্য মতে, ২০১৫ সালের ১৪ জুলাই প্লুটো অভিমুখে পাঠানো নিউ হরাইজন মহাকাশযানটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন মাইল দূরে বরফ শীতল গ্রহটির অক্ষে অবস্থান করছে। প্রায় দুই বছর ধরে চলা এ গবেষণায় মহাকাশযানটি প্লুটো এবং এর উপগ্রহের অসংখ্য ছবি তুলতে সক্ষম হয়।
ভিডিও-১
এ পর্যন্ত মানুষের পক্ষে প্লুটোর সবচেয়ে কাছ থেকে ধারণ করা ভিডিও বলে জানিয়েছে নাসা।
প্রতিষ্ঠানটির প্লেনেটারি সায়েন্সের ডেপুটি ডিরেক্টর জিম গ্রিনের বলেন, নিউ হরাইজন শুধু এই গ্রহটিকে প্রথমবারের মতো চিত্রায়িত করেনি, বরং আরও অনেক দূরবর্তী মহাকাশ যাত্রার জন্যও নিজের সম্ভাবনা সৃষ্টি করেছে।
ভিডিও-২:
জানা যায়, নিউ হরাইজনের পরবর্তী মিশন সৌরজগতের বাইরে কিউপার বেল্টে, যেখানে আনুমানিক ২০১৯ সাল নাগাদ মহাকাশযানটি পৌঁছাতে পারবে।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসএনএস