মহাকাশযান থেকে পৃথিবী দেখতে কেমন, সেখানে নভোচারীরা কীভাবে থাকে, কীভাবে কাজ করে তা এখন থেকে কম্পিউটারে বসেই দেখতে পাবে সবাই। ঘুরে বেড়ানো যাবে এর ভেতরের বিভিন্ন কক্ষে।
স্ট্রিট ভিউয়ের জন্য মহাকাশযানের এ ছবিগুলো তুলেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী থমাস পেসকেট।
তিনি জানান, ছবি তোলার কাজটি সহজ ছিল না। কারণ পৃথিবীতে স্ট্রিট ভিউয়ের জন্য গুগল যেভাবে ছবি সংগ্রহ করেছে, মহাকাশে সেভাবে ছবি তোলা সম্ভব না। পেসকেট প্রথমে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে স্পেস স্টেশনের ভিতরের ছবি তুলে সেগুলো পৃথিবীতে পাঠিয়ে দেন। এরপর ছবিগুলো জোড়া লাগিয়ে ৩৬০ ডিগ্রি আকৃতি দেওয়া হয়।
গুগল ম্যাপ ও গুগল ওয়ার্ল্ডের একটি বিশেষ সংযোজন এই স্ট্রিট ভিউ। এর মাধ্যমে মানুষ কম্পিউটারের সামনে বসেই বিশ্বের বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে পায়। ২০০৭ সালে যাত্রা শুরুর পর তা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়, সেই সঙ্গে বিস্তার পেতে থাকে এর আওতা।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এএ