নিন্মাঞ্চলের প্রায় অধিকাংশ বাড়িতেই পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার এসব এলাকার বাসিন্দারা।
ঘরে ও বাইরে পানিতে থৈ থৈ। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় পোকামাকড় আর সাপের ভয়ে আতঙ্কিত অনেকে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। বৃষ্টিতে বাড়ি-ঘর ডুবে গেলেও পড়াশোনায় পিছিয়ে পড়া চলবে না। তাইতো কাধেঁ ব্যাগ ঝুলিয়ে পানি উপেক্ষা করে পড়তে যাচ্ছে এক শিশু। ঘরে বর্ষার পানি ঢুকে পড়ায় শেষ আশ্রয় খাটের উপরে। গৃহবন্দি হয়ে খাটের উপরে বসে দুপুরের আহার সাড়ছেন এক পরিবার। ঘর থেকে বৃষ্টির পানি সেচে বের করছেন এক গৃহকর্তা। পরিবারের অন্য সদস্যরাও ঘরের ভেতরের দুর্ঘন্ধযুক্ত নোংরা পানিতে থাকতে না পেরে বাইরে এসেছেন। ভারী বর্ষণে অনেক বাড়ির রসুইঘরও ডুবে গেছে। তাই চলছে না তাদের রান্না-বান্নার আয়োজন। বিশুদ্ধ খাবার পানির নলকূপ ডুবে গেছে দূষিত পানিতে। এসব এলাকায় পানিবাহিত রোগের ঝুঁকি ভয়াবহ।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এএটি/