১৯৬৯ সালে মানব ইতিহাসে চাঁদের বুকে প্রথম পা রাখেন নিল আর্মস্ট্রং। চাঁদ থেকে মাটি, পাথর, খনিজ ইত্যাদি পৃথিবীতে বহন করে আনার জন্য এই ব্যাগটিই ব্যবহার করেছিলেন তিনি।
নিউইয়র্কের ওই নিলাম থেকে ১৮ লাখ ডলার দিয়ে কিনে নিয়েছেন এক ক্রেতা। ক্রেতার নাম ও অন্যান্য তথ্য গোপন রাখা হয়। শুধু জানা যায়, তিনি মার্কিন নাগরিক।
অ্যাপোলো-১১ অভিযানের ৪৮ বছর পূর্তি উপলক্ষে মহাশূন্য অভিযানে ব্যবহৃত ১৭৩টি বস্তু নিলামে তোলা হয়। ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত এই নিলামে বিশ্বের বিভিন্ন দেশের ৫শ জনেরও বেশি মানুষ অংশ নেন।
তবে মজার ব্যাপার হলো, ১৮ লাখ ডলারে বিক্রি হওয়া ব্যাগটি মাত্র ৯১৫ ডলারে কিনেছিলেন এর আগের মালিক। চন্দ্রাভিযানে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি ও সংগৃহীত নমুনা রাখা হয়েছে জাদুঘরে। তবে ভুল করে এই ব্যাগটি পড়ে থাকে জনসন স্পেস স্টেশনের একটি বাক্সে।
এরপর ২০১৫ সালে পুরনো জিনিসপত্র বিক্রির এক নিলামে এই ব্যাগটি ৯১৫ ডলারে কেনেন ন্যান্সি কার্লসন। তিনি তখনও জানতেন না, একটি মহামূল্যবান ব্যাগ তিনি কিনে ফেলেছেন অত্যন্ত সস্তায়। ভুল করে বিক্রি করে ফেলা ওই মহামূল্যবান ব্যাগটি ফিরে পেতে আদালতে হাজির হয়েছিল নাসা। কিন্তু আদালত ন্যান্সিকেই ব্যাগটির প্রকৃত মালিক হিসেবে ঘোষণা দেন।
এরপর ন্যান্সি ‘লুনার স্যাম্পল রিটার্ন্স’ লেখা ব্যাগটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলে চন্দ্রাভিযানের ৪৮ বছরপূর্তির দিনে তা নিলামে তোলা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এনএইচটি/এসএনএস