ইউরোপ ও এশিয়ার সবচেয়ে সহজলভ্য প্রজাতির সাপ হচ্ছে গ্রাস স্নেক বা যার বৈজ্ঞানিক নাম ন্যাট্রিক্স। ব্যারেড গ্রাস স্নেককে এতোদিন এই প্রজাতির অধীনে রাখা হয়েছিল।
ইউরোপের প্রাণীবৈচিত্র্যে বিশেষ গুরুত্ব বহন করে গ্রাস স্নেক। বিষহীন এ সাপগুলোর চামড়া জলপাই রঙের, আর গলার কাছে হলুদ রঙের বৃত্ত বিদ্যমান। ওদিকে স্বতন্ত্র প্রজাতির ব্যারেড গ্রাস স্নেকের চামড়ার রং ধূসর ও কালো ডোরাকাটা। অন্য গ্রাস স্নেকের মতো এদের দেহেও বিষ নেই।
সাপগুলোর প্রাপ্তিস্থান যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের নিম্নভূমিতে। এছাড়াও সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও জার্মানিতেও এদের দেখা মেলে।
১ মিটার দৈর্ঘ্যের এ সাপগুলো জলভূমির আশপাশে বিচরণ করে। এদের প্রধান খাবার ব্যাঙ ও অন্য ছোট আকৃতির সরীসৃপ।
জার্মানির সেঙ্কেনবার্গ রিসার্চ ইনস্টিটিউডের গবেষণা অনুযায়ী বিশ্বে প্রায় ১৬শ প্রজাতির গ্রাস স্নেক রয়েছে। এরই মধ্যে অনেক প্রজাতির গ্রাস স্নেক বিলুপ্ত হয়ে গেছে আর বাকিরা রয়েছে হুমকির মুখে। তাই ইউরোপে বিশেষ আইনের মাধ্যমে নিরীহ প্রজাতির এ সাপগুলোকে সুরক্ষা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এনএইচটি/এএ