এই এই সাদা-মাটা জীবনযাত্রাই ‘সাদা-কালো’ ফ্রেমে বন্দি করেছে বাংলানিউজ। নদীর মতোই বহমান নদীপাড়ের মানুষগুলোর জীবন।
জীবনের সঙ্গে লড়তে লড়তে কখন যে বেলা পড়ে এলো। তাই কি ভাবছেন এই বয়োবৃদ্ধ?
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এএটি/এইচএ/
আবহমান কাল ধরে বয়ে চলা রূপসী রূপসার তীর ঘেঁষে বিশাল জনগোষ্ঠীর বসবাস। নদীর পাড়ের সংগ্রামী এ মানুষেরা নানা ঘাত-প্রতিঘাত আর সংগ্রামের মধ্যে জীবন-জীবিকার পথ খুঁজে নেয়। এই নিম্ন আয়ের হাজারো মানুষের জীবনে আধুনিক সভ্যতার ‘লাল-নীল’ রঙ সহসা দেখা যায় না, তাদের জীবন যেন চিরতরে বাঁধা ‘সাদা-মাটা’ ফ্রেমে।
এই এই সাদা-মাটা জীবনযাত্রাই ‘সাদা-কালো’ ফ্রেমে বন্দি করেছে বাংলানিউজ। নদীর মতোই বহমান নদীপাড়ের মানুষগুলোর জীবন।
জীবনের সঙ্গে লড়তে লড়তে কখন যে বেলা পড়ে এলো। তাই কি ভাবছেন এই বয়োবৃদ্ধ?
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এএটি/এইচএ/