মিষ্টি চেহারায় খোলা চুলে আব্বু-আম্মুর সাথে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে রিয়ানা। বয়স মাত্র দেড় বছর।
কথা হয় রিয়ানার বাবা কামাল খন্দকারের সাথে। তিনি বাংলানিউজকে বলেন, সপ্তাহে এই একটি দিনই ছুটি মেলে। তাই বাচ্চাদের নিয়ে আত্মীয়-স্বজনদের বাড়ি ঘোরার পাশাপাশি একটু বিনোদনের খোঁজে এখানে আসা। কেননা ওদের আনন্দেই নিজের আনন্দটা খুঁজে পাই।
ছুটির দিন মানেই আনন্দ। আর এই আনন্দ কয়েক গুণ বেড়ে যায় বন্ধু বা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে গেলে। আর তাইতো শুক্রবারের বিকেলটা আরও সুন্দর করতে রাজধানীবাসী ভিড় জমিয়েছেন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পরিবার আর বন্ধুদের সঙ্গে মেতে উঠেছেন আনন্দে। যার ফলস্বরূপ শিশু কিশোর সহ বড়দের পদচারণাতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্রীয় শিশুপার্কটি। দুপুরের পর থেকেই ভিড় জমতে শুরু করে এখানে।
কথা হয় মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে আসা কাসাবা হাউজিং লিমিটেডের লজিস্টিক এক্সিকিউটিভ মো. রাসেলের সঙ্গে। তিনি বলেন, মেয়ে এবং পরিবারকে নিয়ে প্রায় সবসময়ই ছুটিগুলো উপভোগ করার চেষ্টা করি। সেই সুবাদেই এখানে আসা। আর সবাই মিলে আমরা ভীষণ মজাও করছি।
এদিকে শিশুপার্কটিকে গত ঈদ এবং আগামী ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। রঙ নষ্ট হয়ে যাওয়া রাইডগুলোতে লাগানো হয়েছে নতুন রঙ। রাইডগুলোর ছোটখাটো যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করা হয়েছে। রয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এইচএমএস/এমজেএফ