খুলনার রূপসা ও তেরখাদা উপজেলায় জমে উঠেছে এমনই শাপলা বেচাকেনা। এলাকার খাল-বিল থেকে শাপলা সংগ্রহ করে তা বিভিন্ন হাটে বিক্রি করে উপার্জনে গতি এনেছে শতাধিক নিম্নবিত্ত পরিবার।
ভুতিয়ার বিল, বাসুয়াখালী বিল, কালিয়ার বিল, পুটিমারি বিল থেকে তুলে এনে শাপলা বেচা-কেনা কিছু চিত্র ক্যামেরাবন্দি করেছে বাংলানিউজ।
বিল থেকে শাপলা তুলে ভ্যানযোগে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
অনেক সময় ভ্যান বা রিকশা চালক নিজেই শাপলা তুলে বাজারে নিয়ে যান।
বিল থেকে শাপলা তুলে আঁটি বেঁধে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।
এক বিক্রেতা শাপলা বিক্রি করছেন ক্রেতার কাছে। মৌসুমী এই সবজি তরকারিতে আনে বৈচিত্র্য ও ভিন্ন স্বাদ।
এই শাপলা হাসি হয়ে ফোটে অনেকের মুখে।
বিল থেকে শাপলা তোলা গ্রামের কিশোর-কিশোরীদের কাছে খেলা এবং শখও।
এ হাসিই বলে দেয় শাপলা কতোটা মিশে গেছে জীবিকার সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এমআরএম/জিপি/এইচএ