সংবাদ মাধ্যম পিপলস ডেইলি চায়নার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট চীনের হুনান প্রদেশের নিংসিয়াং অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে মরিচ খাওয়ার এই প্রতিযোগিতার খবর। ঝাল খাবারের জন্য বিখ্যাত ওই অঞ্চলে পর্্যটকদের আকৃষ্ট করতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি বড় টিউব বা গামলাভর্তি ঠাণ্ডা পানির মাঝে বসতে হয়। এরপর সেখানে ঢেলে দেয়া হয় শত শত লাল মরিচ। এভাবে মরিচের পানিতে গোসল করতে করতে প্রতিযোগীদের খেয়ে যেতে হয় একের পর এক মরিচ।
ঝালে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলেও হার মানতে নারাজ প্রত্যেক প্রতিযোগী। আর এভাবেই দেখা মেলে মরিচ খাওয়া প্রতিযোগিতার বিজয়ীর। সু নামের একজন ব্যক্তি এক মিনিটে পনেরটি মরিচ খেয়ে বিজেতার মুকুট অর্জন করেন।
বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এনএইচটি/এমজেএফ