ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে 

নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্ম ফাইল ফটো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’

২২ আগস্ট, ২০১৭, মঙ্গলবার। ০৭ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৬২৭ - ফ্রান্সে খ্রিস্টান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সবশেষ যুদ্ধ সংঘটিত হয়।
১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৮৬৪ – রেডক্রস প্রতিষ্ঠা।
১৮৬৪ – যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়।  
১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয়। এ অবস্থা চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯২৬ - দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোনার খনি আবিষ্কৃত হয়।
১৯৩২ - বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু।
১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ - জার্মান সেনাবাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ - নেপচুন গ্রহের বলয় আবিষ্কার করেন বিজ্ঞানীরা।
১৯৯১ - রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।

জন্ম
১৮৬২ – খ্যাতনামা ফরাসি সংগীতশিল্পী ক্লাউচ ডেবুচি।
১৮৭৭ - শ্রীলংকান শিল্পী এ কে কুমারস্বামী।
১৯০৪ - চীনের নেতা দেঙ জিয়াও পিঙ।
১৯১৫ - নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্র। তিনি ছিলেন একাধারে বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৩৯ সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন তিনি। ১৯৪৮ সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্যসংস্থা ‘বহুরূপী’। ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়।  

শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাঁওলী মিত্রও স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। শাঁওলি মিত্রের নাট্যসংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন শম্ভু মিত্র। তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হলো- নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা অয়দিপাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা উল্লেখযোগ্য। ১৯৭৬ সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে ম্যাগসাসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।

মৃত্যু
১৮১৮ - ব্রিটিশ গভর্নর জেনারেল অব ইন্ডিয়া ওয়ারেন হেস্টিংস।
১৯৫৮ - নোবেলজয়ী [১৯৩৭] ফরাসি সাহিত্যিক রঝা মাতা দুগা।
১৯৭৮- কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।