ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

শুভ্র মেঘের ভেলায় শরৎ (ফটোস্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
শুভ্র মেঘের ভেলায় শরৎ (ফটোস্টোরি) শুভ্র মেঘের ভেলায় শরৎ

নীল আকাশের সাদা মেঘের ভেলায় চড়ে প্রকৃতিতে আগমন ঘটেছে শুভ্র শরতের।

কখনো রোদ, কখনো বৃষ্টি আবার কখনোবা মেঘলা আকাশ। মেঘ-রৌদ্রের লুকোচুরির মাঝে প্রকৃতিতে যেনো এক নৈসর্গিক মুগ্ধতা ছড়িয়ে আছে।

কবির ভাষায়, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শুভ্র মেঘের ভেলায় শরৎ ষড়ঋতুর পরিক্রমায় সবচেয়ে বৈচিত্রময় ঋতু হলো শরৎ।

বর্ষার বিদায়ে স্নিগ্ধতা ছড়িয়ে আগমন ঘটেছে শরতের। ছবিতে নদী তীরে শরতের আকাশের সৌন্দর্য ও রাজহাঁসের বিচরণ। শুভ্র মেঘের ভেলায় শরৎশরতের শান্ত নদীতে ডোঙ‍া ভাসিয়ে দুরন্ত কিশোরদল জলকেলিতে মত্ত। শৈশবের উন্মুক্ত খেলায় পিছিয়ে নেই কেউই। শুভ্র মেঘের ভেলায় শরৎআকাশ জুড়ে সাদা মেঘের জড়াজড়ি। মেঘবালিকার এ যেনো অপূর্ব রূপ। শুভ্র মেঘের ভেলায় শরৎতুলোর মতো ভাসা ভাসা মেঘমালা পথিকের নজর কাড়ে। শরত যেনো তার শুভ্রতায় সাজিয়ে দিয়েছে নীল আকাশ। শুভ্র মেঘের ভেলায় শরৎনদী তীরেই শুভ্র মেঘের সৌন্দর্য বেশি চোখে পড়ে। অনেকে দিনের বিভিন্ন সময়ে শরতের রূপে মুগ্ধ হয়ে বেড়াতে আসেন নদীর তীরে। শুভ্র মেঘের ভেলায় শরৎদিগন্তের যতদূরে দৃষ্টি যায় সেখানেই সাদা আর কালো মেঘেমালার রাশি। ক্ষণে ক্ষণে বদলায় এ রূপ। শুভ্র মেঘের ভেলায় শরৎনগর জীবনের ব্যস্ততার মাঝেও শরতের প্রাণবন্ত শোভা নজর কাড়ে সবার। শুভ্র মেঘের ভেলায় শরৎইট পাথরের শহরের কোথাও উঁকি দেয় কাশফুল। শুভ্র মেঘের ভেলায় শরৎশরতের শুভ্র মেঘের প্যানারোমা। প্রকৃতিতে শরতের আগমনে মুগ্ধতা কারো নজর এড়ায় না। ছবিগুলো খুলনার বিভিন্ন এলাকা থেকে তোলা

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।