রাজধানীর মিরপুরের কালশী রোড সংলগ্ন বাউনিয়া বাঁধ সি ব্লকের ১ নং লাইনের ১০ নং বাড়িটি শাহ আলমের। রাস্তার পাশেই বাড়িটির দ্বিতীয় তলার সামনের দেয়ালটি তিনি প্লাস্টিকের বোতলে তৈরি করেছেন।
শাহ আলমের সঙ্গে কথা হয় বাংলানিউজের। প্লাস্টিকের বোতলে বাড়ির দেয়াল তৈরির বিষয়ে তিনি বলেন, ফেসবুকে প্লাস্টিকের বোতলে বাড়ি তৈরির খবর পড়ে আগ্রহ তৈরি হয়। তবে বাড়ি নয়, আপাতত দেয়ালে বাংলাদেশের পতাকা ফুটিয়ে তোলা হবে।
এমন আগ্রহের বিষয়ে তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসাতো রয়েছেই, বাড়িটি রাস্তার পাশে হওয়ায় ভিন্ন কিছু করলে সবার নজর কাড়বে। মোট তিনটি পতাকায় ২.৫ ফিট বাই ১৫ ফিট দেয়ালটি সাজানো হবে।
তবে আপাতত একটি দেয়াল প্লাস্টিকের বোতলে তৈরি করলেও এর স্থায়িত্বের ওপর পেছনের বাড়িটি প্লাস্টিকের বোতলে তৈরির ইচ্ছে পোষণ করেন শাহ আলম।
আড়াই মাস ধরে নিজেই দেয়ালটি তৈরি করছেন জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে কাজ করছি। দোকানদারির পাশাপাশি সময় বের করে কাজ করতে বেশ আনন্দ পাচ্ছি।
বোতল সংগ্রহের বিষয়ে শাহ আলম জানান, বোতল দেওয়ার জন্য স্থানীয় দোকানে বলা আছে। নির্দিষ্ট সময় পর পর বোতল পাওয়া যায়। প্রতি কেজি বোতল ৫০ টাকা দরে কেনা হয়।
২৫০ মিলিলিটার বোতলগুলোর প্রতিটিতে সামনের দিকে সিমেন্ট ও বালির মিশ্রণ ঢোকানো হলেও পেছনের অংশে শুধুমাত্র বালি দেওয়া হচ্ছে। সামনের অংশে সিমেন্ট-বালির মিশ্রণের বিষয়ে শাহ আলম বলেন, মুখ যেনো খুলে না যায় সেজন্য এ ব্যবস্থা।
বাড়িটি ঘুরে দেখা যায়, একতলার ছাদের ওপর বালি ভর্তি বোতল সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। দু’চারটি বোতল বাদে সবগুলো বোতল লাল ছিপির। সামনের দেয়ালটি বোতলের তৈরি হলেও ডানপাশের দেয়ালটি ইটের। তবে অপরপাশের ফাঁকা দেয়াল ঘিরে শাহ আলমের যে ‘পরিকল্পনা’ রয়েছে তা আলাপেই বোঝা গেলো।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জেডএস/এইচএ/