ক্রেতারা হাটের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে পছন্দের গরু-ছাগল খুঁজছেন, দেখছেন, কিনছেন। বড় গরুর তুলনায় ছোট আর মাঝারি গরুই পছন্দের শীর্ষে এবার।
ছবিগুলো খুলনার সর্ববৃহৎ পশুর হাট জোড়াগেট থেকে তোলা।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এএটি
রাত পেরোলেই ঈদুল আজহা।ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনা বিভাগের সর্ববৃহৎ হাট জোড়াগেট পশুর হাট। ব্যাপারী, খামারি, ক্রেতা আর দর্শনার্থীদের আগমনে হাট প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
ক্রেতারা হাটের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে পছন্দের গরু-ছাগল খুঁজছেন, দেখছেন, কিনছেন। বড় গরুর তুলনায় ছোট আর মাঝারি গরুই পছন্দের শীর্ষে এবার।
ছবিগুলো খুলনার সর্ববৃহৎ পশুর হাট জোড়াগেট থেকে তোলা।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এএটি