সমাধিস্তম্ভটি নীল নদের পশ্চিম উপকূলে অবস্থিত, যেখানে তৎকালীন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সম্ভ্রান্ত ব্যক্তিদের কবরস্থান রয়েছে।
মিশরের পুরাতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ ইল-আনায় সংবাদ সম্মেলনে বলেন, সমাধিটি বর্তমানে খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, সমাধিস্তম্ভের খাদের ভেতর আরও অনেক প্রাগৈতিহাসিক মিশরীয়দের মমি রয়েছে। এরা সবাই ফারাওদের ২১তম থেকে ২২তম রাজ বংশের আমলে মারা যান।
সমাধিস্তম্ভটি মিশরীয় প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন। পর্যটকদের আকর্ষণ করতে শনিবার (৯ সেপ্টেম্বর) এ খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৭
এনএইচটি/এএ