ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মে ২০, ২০২০
বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাসের প্রয়াণ ক্রিস্টোফার কলম্বাস

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২০ মে ২০২০, বুধবার। ০৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১২৯৩- জাপানে ভূমিকম্পে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
•    ১৪৯৮- পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান হিসেবে সাগরপথে ভারতের কালিকট (কেরালা) বন্দরে পৌঁছান।
•   ১৬০৯- কিংবদন্তি ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সনেট প্রথম লন্ডনে      প্রকাশিত হয়।
•    ১৯৩২- ইয়ারহার্টে প্রথম নারী, যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
•    ১৯২৭- জেদ্দা চুক্তির মাধ্যমে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সৌদি আরব।
•    ১৯৩৯- আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের প্লেন চলাচল      শুরু হয়।
•    ১৯৯০- যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশে ভাসমান হাবল স্পেস টেলিস্কোপ প্রথম স্থিরচিত্র পাঠায়। হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের আয়ত্তে ভাসমান পৃথিবীর প্রথম প্রেরিত দূরবীক্ষণ যন্ত্র। সবচেয়ে দূরে দেখার ক্ষেত্রেও মানুষের তৈরি শ্রেষ্ঠ বীক্ষণযন্ত্র এটি।

জন্ম
•    ১৭৯৯- ফরাসি সাহিত্যিক অনোরে দ্য বালজাক।
•    ১৮০৬- ইংরেজ দার্শনিক ও লেখক জন স্টুয়ার্ট মিল।
•    ১৯৩৫- বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা।

মৃত্যু
•    ১৫০৬- আমেরিকা মহাদেশের আবিষ্কারক ইতালির বিখ্যাত নাবিক ও অভিযাত্রী    ক্রিস্টোফার কলম্বাস।

ইতালির জেনোয়া শহরে ১৪৫১ সালের ৩১ অক্টোবর (আনুমানিক) জন্ম নেওয়া কলম্বাস তৎকালীন ক্যাস্টিল রাজ্যের (বর্তমান স্পেনে) রানি ইসাবেলের অনুদানে ১৪৯২ সালের ৩ আগস্ট স্প্যানিশ বন্দরনগরী পালোস থেকে নিনা, পিন্টা ও সান্তা মারিয়া নামে তিনটি জাহাজ নিয়ে সমুদ্রযাত্রা করেন। তার উদ্দেশ্য ছিল সোনা, মণিমুক্তা ও মশলাসমৃদ্ধ এশিয়ায় পৌঁছানো। কিন্তু আটলান্টিক পাড়ি দিয়ে তারা চলে যান পশ্চিমে আমেরিকায় (ওয়েস্ট ইন্ডিজে)।

•    ১৯৩২- বাগ্মী বাঙালি ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা বিপিন চন্দ্র পাল।
•    ১৯৪০- সুইডেনের নোবেলজয়ী কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ২০, ২০২০
টিএ/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।