ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডের তামপেরে শহরে বাঙালি অ্যাসোসিয়েশনের ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ফিনল্যান্ডের তামপেরে শহরে বাঙালি অ্যাসোসিয়েশনের ঈদ উদযাপন

ঢাকা: ঈদের আনন্দে মেতে ওঠেন সবাই। প্রবাসে কিংবা দেশে, আনন্দ তো আর থেমে থাকতে পারে না।

এমন অনুভূতিই প্রকাশ করলেন বাংলাদেশ থেকে আসা মাস্টার্স শিক্ষার্থী মো. শাফায়েত হাসান। শাফায়েতের মতো পরিবার ছেড়ে প্রথমবার ঈদ উদযাপন করেছেন মাস্টার্সের আরেক শিক্ষার্থী রিমেন মুশফিক।

ফিনল্যান্ডের তামপেরে শহরে বাঙালি অ্যাসোসিয়েশনের ঈদ উদযাপন অনুষ্ঠানে সবাই একত্রে মিলিত হয়ে আনন্দ ভাগ করে নেন।

গত রোববার স্থানীয় হলরুমে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছিল হরেক রকম বাঙালি খাবার, মিষ্টি ও গান-ছড়ার আয়োজন।

আনুষ্ঠানিকভাবে সোমবার সারা ইউরোপে ঈদ উদযাপিত হলেও ফিনল্যান্ডে পড়তে আসা শিক্ষার্থীরা চাকরি থেকে ছুটি পাননি। তাই সপ্তাহখানেক পর তাদের এই আয়োজন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ