ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কিংস নারী দলের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
কিংস নারী দলের বড় জয় ফাইল ফটো।

বসুন্ধরা গ্রুপ ওমেন্স ফুটবল লিগে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস নারী দল। আজ (৩০ নভেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা রেঞ্জার্সকে ১২-০ গোলে হারিয়েছে তারা।

 

ম্যাচে একাই চার গোল করেছেন সিরাত জাহান স্বপ্না। হ্যাটট্রিক করেছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া, মারজিয়া, সামসুন্নাহার জুনিয়র এবং সুমাইয়া।

ম্যাচের প্রথমার্ধেই ৭-০ গোলের লিড নেয় বসুন্ধরা কিংস। ম্যাচের ৯, ১৯, ২৯ এবং ৪২ মিনিটে নিজের চার গোল করেন স্বপ্না। এছাড়া প্রথমার্ধে বাকি তিন গোল করেন সাবিনা, ঋতুপর্ণা এবং মারিয়া।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে সাবিনার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস। এরপর ৭২ মিনিটে মারজিয়া এবং ৮১ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান হয় ১০-০।  ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ৮৬ মিনিটে ঢাকা রেঞ্জার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুমাইয়া।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।