ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মেসির জন্য ইব্রার বাজি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মেসির জন্য ইব্রার বাজি আর্জেন্টিনা

বিশ্বকাপের যাত্রটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হার দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হয় তাদের।

তবে ঘুড়ে দাঁড়িয়ে ইতোমধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামীকাল তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হাতে কাপ দেখতে চান জ্লাতান ইব্রাহিমোভিচ। বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখতে চান বলে জানিয়েছেন ইব্রাহিমোভিচ।

সম্প্রতি ‘৪৩৩’কে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে ইব্রা বলেন, ‘আশা করি আর্জেন্টিনা মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে। ’ শুধু ইব্রা নন। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেনের কোচ লুইস এনরিকেও চান আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতুক।

লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার লড়াই আগামীকাল (০৯ ডিসেম্বর) শুক্রবার। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।