ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মাঠকর্মীদের সঙ্গে আড্ডায় মাতলেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মাঠকর্মীদের সঙ্গে আড্ডায় মাতলেন সাকিব

সাকিব আল হাসানকে সামনে থেকে দেখার ইচ্ছে থাকে বেশির ভাগ ক্রিকেটপ্রেমীর। তার সঙ্গে আড্ডায় মেতে ওঠার সুযোগ পেলে তো সোনায় সোহাগা।

সেই সুযোগ বুধবার রাতে পেলেন শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীরা।

সারা বছর সাকিবরা যেখানে খেলেন, তার পেছনে কঠোর পরিশ্রম করেন তারা। মিরপুরে ভারতের বিপক্ষে দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এরপর মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন সাকিব। এসময় তার সঙ্গে সেলফিও তোলেন অনেকে।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় এক উইকেটে। সেই ম্যাচে বল হাতে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট পান সাকিব। তবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ উইকেটে ৫১ রানের জুটিতে দলকে জিতিয়ে নায়ক বনে যান মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ওয়ানডেতে তিনি পেয়ে যান সেঞ্চুরিই। রোহিত শর্মার ঝোড়ো ইনিংসের পরও ৫ রানে জেতে বাংলাদেশ। এই ম্যাচে ২০ বল খেলে ৮ রান করেন সাকিব। বল হাতে এক মেডেনসহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে পান দুই উইকেট।

বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।