ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রুনিকে ছুঁয়ে হ্যারি কেইনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
রুনিকে ছুঁয়ে হ্যারি কেইনের রেকর্ড

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় ফ্রান্স। অঁরিলিয়ে চুয়ামেনি গোল করে বনে গেলেন নায়ক।

তবে বিরতির পর খেলতে নেমে খলনায়ক হয়ে গেলেন তিনি। তার কারণেই পেনাল্টি পায় ইংল্যান্ড। আর সেখান থেকে গোল করে দারুণ এক রেকর্ড গড়েন দলটির অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের ৫২তম মিনিটে বক্সের মধ্যে বেলিংহামকে ফাউল করেন চুয়ামেনি। আর তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অধিনায়ক হ্যারি কেইন স্পট কিক নিতে কোনোরূপ ভুল করেননি। দারুণ কিকে জাল খুঁজে নিয়ে রেকর্ডও গড়েন তিনি। জাতীয় দলের জার্সিতে ৫৩তম গোল করে ছুঁলেন কিংবদন্তি ওয়েন রুনিকে। যৌথভাবে হয়ে গেলেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলস্কোরার। আর মাত্র একটি গোল করলেই ছাড়িয়ে যাবেন রুনিকে।

এছাড়া কেইন এখন বিশ্বকাপের সবচেয়ে সফল পেনাল্টি থেকে দেওয়া (টাইব্রেকার ব্যতিত) গোলস্কোরার। পেনাল্টি থেকে এই পর্যন্ত চারটি সফল গোল করেছেন তিনি। এই পর্যন্ত কেউ এতো গোল করতে পারেননি।  

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।