ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সতীর্থদের গোপন ম্যাসেজ ফাঁস করে দিলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
সতীর্থদের গোপন ম্যাসেজ ফাঁস করে দিলেন নেইমার!

আবারও স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে বিশ্বকাপ শেষ করেছে ব্রাজিল। দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের জন্য কষ্টটা আরও বেশি।

কারণ এবারই সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর নেইমারকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে। পরে জানিয়েছিলেন, এমন বিদায়ের পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কষ্ট বুকে চেপে অনেকটা নিভৃতেই দেশে ফিরে গেছেন তিনি। এরপর অনেকটা আড়ালে থাকলেও এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন নেইমার।  

সবাইকে চমকে দিয়ে ব্রাজিল দলের সতীর্থদের গোপন ম্যাসেজ ফাঁস করে দিয়েছেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে সতীর্থ থিয়াগো সিলভা, মার্কিনিয়োস এবং রদ্রিগোর সঙ্গে তার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন পিএসজি তারকা। এমনকি তাদের অনুমতি না নিয়েই যে এটা করেছেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।

চ্যাটের স্কিনশট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের উদ্দেশে নেইমার লিখেছেন, 'আমি (তাদের অনুমতি না নিয়েই) ম্যাসেজগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি দেখাতে চেয়েছি আমরা জেতার জন্য কতটা মরিয়া ছিলাম এবং আমরা কতটা একতাবদ্ধ। গ্রুপের সঙ্গে আমি যেসব ম্যাসেজ আদান-প্রদান করেছি, সেগুলোর কিছু এখানে প্রকাশ করা হয়েছে। '

মার্কিনিয়োসের সঙ্গে নেইমারের চ্যাট: তোমার সম্পর্কে আমি কী ভাবি, তা একটা মাত্র পেনাল্টি বদলে দিতে পারবে না

নেইমার যেসব স্ক্রিনশট শেয়ার করেছেন, তার প্রথমটি হচ্ছে মার্কিনিয়োসের সঙ্গে তার কথোপকথন। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে একটি শট মিস করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রদ্রিগোও মিস করেন সেই ম্যাচে। কিন্তু ওই মিসের কারণে সতীর্থ সম্পর্কে নিজের ভাবনা পরিবর্তন করতে রাজি নন নেইমার। মার্কিনিয়োসকে তাই নেইমার লিখেছেন, 'একটা পেনাল্টি তোমার সম্পর্কে আমার ভাবনা বদলে দিতে পারবে না। ' 

জবাবে মার্কিনিয়োস লিখেছেন, 'আমি সত্যিই চেয়েছিলাম সবকিছু যেন ভালোভাবে হয়। আমাদের এখন মনকে শক্ত করতে হবে, সময় নিতে হবে এবং দেখতে হবে ফুটবল আমাদের আর কী দেয়। '

নেইমারকে উদ্দেশ্য করে থিয়াগো সিলভা: আমি আর নিতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না হেরেছি

আরেক ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে চ্যাট করতে গিয়ে নেইমার জানিয়েছেন, ব্রাজিলিয়ান অধিনায়কের জন্যই বিশ্বকাপটা জিততে চেয়েছিলেন তিনি। জবাবে সিলভা হতাশা প্রকাশ করে লিখেছেন, 'ভাই, যতটা খারাপ হবে ভেবেছিলাম তার চেয়ে বেশিই হয়েছে। আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না হেরে গেছি। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। প্রতিবার একথা মনে পড়লেই কান্না চলে আসে। '

রদ্রিগোকে নেইমার: সরি বলার কিছু নেই

পেনাল্টি শুটআউটে মিস করায় ভেঙে পড়েছেন রদ্রিগোও। নেইমারের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন রিয়াল তারকা। তবে তরুণ সতীর্থকে সান্ত্বনা দিতে পিএসজি ফরোয়ার্ড লিখেছেন, 'তুমি বলেছো তুমি দুঃখিত, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি দারুণ। '

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।