ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার শুরুর একাদশে নেই দি মারিয়া, ফিরেছেন পারেদেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
আর্জেন্টিনার শুরুর একাদশে নেই দি মারিয়া, ফিরেছেন পারেদেস

কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে আর্জেন্টিনা পৌঁছেছে সেমিফাইনালে। কিন্তু তারা ওই ম্যাচে হারিয়েছে দুই ফুটবলারকেও।

কার্ডের নিষেধাজ্ঞায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালে থাকতে পারছেন না গনসালো মন্তিয়েল ও মার্কাস আকুনা।

মন্তিয়েল না থাকলেও আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন আকুনা। তার জায়গায় ক্রোয়োশিয়ার বিপক্ষে খেলবেন নিকোলাস তাগ্লিয়াফিকো। এছাড়া এই ম্যাচেও শুরুর একাদশে নেই আনহেল দি মারিয়া।

জুভেন্তাসে দি মারিয়ার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ফিরেছেন একাদশে। এই মিডফিল্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার), মোলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগ্লিয়াফিকো, দে পল, এঞ্জো ফার্নান্দেস, পারেদেস, ম্যাক এলিস্তার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।