ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ফুটবল

লুসাইল স্টেডিয়ামের ৮ তলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
লুসাইল স্টেডিয়ামের ৮ তলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

কাতার বিশ্বকাপে উন্মাদনার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবারের আসর শুরুর পর থেকে বেশ কয়েকজন শ্রমিক ও সাংবাদিকের মৃত্যুর খবর আসে।

এবার সেই তালিকায় যোগ হলেন কেনিয়ার এক ব্যক্তি। লুসাইল স্টেডিয়ামের নিরপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

লোকটির পরিবার জানায়, দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে যান তিনি। এরপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তিন দিন ইনটেনসিভ কেয়ারে মৃত্যুর সঙ্গে লড়তে থাকেন। শেষ পর্যন্ত আর পারেননি।  

বুধবার কাতার বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ জানায়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান। ’

এদিকে এবারের আসরের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।