ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্ষমা চাইলেন দি মারিয়াকে বাতিলের খাতায় রাখা সেই সাংবাদিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
ক্ষমা চাইলেন দি মারিয়াকে বাতিলের খাতায় রাখা সেই সাংবাদিক

দেড় বছর আগের কথা। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোলের সুযোগ নষ্ট করেন আনহেল দি মারিয়া।

সেদিন টিভি সংবাদমাধ্যম ডিস্পোর্টসের এক অনুষ্ঠানে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের কঠোর সমালোচনা করেছিলেন সাংবাদিক ততি পাসমান। শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শও দেন তিনি।  

সেদিন পাসমান বলেছিলেন, ‘টানা ১৩ বছর শুরুর একাদশে খেলা দি মারিয়ার জন্য আমরা কী করেছি? তাকে আর রাখবেন না। মেসি চায় বলেই তাকে আবারও ডেকেছেন। সম্মানের সঙ্গে বলছি—সে অসাধারণ, আমাদের চেয়ে ভালো। তবে প্লিজ শুরুর একাদশে তাকে আর চাই না। ’

সেই কথার জবাব কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার জয়সূচক গোলের মাধ্যমেই দিয়েছেন। সদ্য বিশ্বকাপ ফাইনালেও তার গোল আছে। বয়স ৩৫ পেরোলেও তিনি যে বড় মঞ্চের খেলোয়াড় সেটা আবারও প্রমাণ করলেন। তাই দেড় বছর আগের সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পাসমান।

এই সাংবাদিক বলেন, ‘দুঃখিত, আমি সন্দেহ করেছিলাম। ধৈর্যের কমতি ছিল আমার। ভেবেছিলাম দক্ষিণ আফিকা, ব্রাজিল ও রাশিয়া বিশ্বকাপের পর হিগুয়াইন, মাচেরানো, রোহো, বিলিয়া, রোমেরো ও লাভেজ্জির মতো তার সময়ও শেষ।  আমি ভুল ছিলাম। মারাকানায় গত বছর ফাইনালের পরই তা বলেছিলাম আমি এবং এখন আবারও বলছি। ’

‘দুটি ফাইনালে দি মারিয়া বুঝিয়েছেন তিনি শেষ হয়ে যাননি, তিনি প্রতিশোধ নিতে চেয়েছেন, দেয়াল ভাঙতে চেয়েছেন। মারাকানা ও লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল ও ফ্রান্সের বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গোল করে সফল হয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।